আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

সংবাদচর্চা রিপোর্ট

আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) দুপুরে ইউনিয়নের ইজারকান্দি কবরস্থানের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) আমিনুল জানান, লাশের চেহারা ও মাথা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কোন প্রাণী লাশটির চেহারা খেয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরনে ছিল পাঞ্জাবি, লুঙ্গি ও কোমরে গামছা। রাতের কোন এক সময় হয়তো কেউ হত্যা করে লাশটি এখানে ফেলে রেখে গেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুপুরে স্থানীয়দের সংবাদে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের নাম পরিচয় জানার পাশাপাশি এটি হত্যাকান্ড কিনা খুঁজে বের করা হচ্ছে। নিহতের দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ