আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারের রামচন্দ্রদী বেইলী ব্রীজের নড়বরে অবস্থা

আড়াইহাজার প্রতিনিধি:- নারায়ণগঞ্জের আড়াইহাজর উপজেলার রামচন্দ্রদী বেইলী ব্রীজ টির অবস্থা নড়বরে হয়ে পড়েছে। ১৯৯৪ সনে ব্রীজটি নির্মাণের পর থেকে এ যাবত যানবাহনের চাপে ব্রীজ টি এখন হুমকীর মুখে। যে কোন সময় ধ্বসে পড়ে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। ব্রীজ টি মেরামত করা প্রয়োজন।

মেঘনার শাখা নদী হাঁড়ি ধোওয়ার উপরে ব্রীজ টি নির্মাণ করা হয়। প্রথমে এর উপর দিয়ে লোক ও হালকা যানবাহন চলাচল করতো। ব্রীজটির মাধ্যমে সংযোগ হয় বিশনন্দী বাজার সহ ওই এলাকার বিভিন্ন গ্রামের মধ্যে। পরে বিশনন্দীতে ফেরী ঘাট স্থাপন হওয়ার পর থেকে এর গুরুত্ব অনেকটা বেড়ে যায়। শুরু হয় বাস সার্ভিস সহ ভারী যানবাহন চলাচল। ফলে যোগাযোগ সৃষ্টি হয় ফেরী ঘাটের সঙ্গে রাজধানী ঢাকা,এজলা শহর নারায়ণগঞ্জ, উপজেলা আড়াইহাজার, নরসিংদী, মাধবদী, ভুলতা গাউছিয়া সহ প্রধান প্রধান হাট বাজার ও শহরের। কিন্তু ব্রীজ টি অত্যন্ত পুরনো হয়ে যাওয়ায় এর ষ্টীলের পাত, র‌্যালিং সব কিছু ক্ষয়ে গিয়ে সরু ও পাতলা হয়ে যায়। বিশেষ করে ব্রীজের পূর্ব পর্শ্ব দিয়ে যান বাহন উঠার সময় ব্রীজের গোড়া লাফ দিয়ে উঠে। ফলে যে কোন সময় ঘটে যেতে পারে মারাত্মক দূর্ঘটনা। অপর দিকে ব্রীজের মাঝখানের ইসপাত একে বারে পাতলা হয়ে পড়েছে। তাই যে কোন সময় ব্রীজটি মাঝখান থেকেও ধ্বসে পড়তে পারে।

এলাকাবাসি জানায়, ব্রীজটির র‌্যালিং খসে পড়ায় গত ৬ মাসে ব্রীজ থেকে পড়ে প্রায় ২০ জন লোক আহত হয়। তবে নারী ও শিশুদের বেশী মাত্রায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে সড়ক ও জনপথ নারায়ণগঞ্জ এর  উপসহকারী প্রকৌশলী আহসানউল্লাহ মজুমদার জানান, শীঘ্রই ব্রীজটি  মেরামত করা হবে। তবে কবে নাগাদ মেরামত কাজ শুরু হবে তা তিনি জানান নি।