আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারের পুরিন্দায় ফুট ওভারব্রীজের অভাবে ঝুকি নিয়ে শিক্ষার্থীদের রাস্তা পারাপার

আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা কেএম সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয়টি ঢাকা সিলেট মহা সড়কের পাশে অবস্থিত। বিদ্যালয়টি বহু বছর ধরে সুনামের সাথে পরিচালিত হওয়ার কারনে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন অসংখ্য ছাত্র/ছাত্রী জীবনের ঝুঝি নিয়ে ঢাকা সিলেট মহাসড়ক পার হয়ে বিদ্যালয়ে আসে। এতে করে অনেক সময় বিভিন্ন দুর্ঘটনায় পরতে হয় শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে  ।  প্রতি মঙ্গল ও শুক্র বার পুরিন্দা বাজারে হাট বসে, যার কারনে অসংখ্য মানুষ হাটে আসে এতে করে এই দুই দিন মানুষের ভিড় অনেক বেশি থাকে। তবে শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে কিন্তু মঙ্গল বার শিক্ষার্থীদের রাস্তা পার হতে হিমশিম খেতে হয়।

হাট বার ছাড়াও ঢাকা টু সিলেট মহাসড়কে দূর পাল্লার অনেক গাড়ি চলাচল করার কারনে রাস্তা পারাপার হতে শিক্ষার্থী সহ সাধারন মানুষকে সমস্যায় পড়তে হয়।

এই ব্যাপারে বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন বলেন, বিদ্যালয়টিতে অসংখ্য ছাত্র- ছাত্রী ঢাকা সিলেট মহাসড়ক পাড়ি দিয়ে আসতে হয়, তারা প্রতিদিন ঝুকি নিয়ে রাস্তা পার হয়। তাই ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর দাবী একটি ফুট ওভার ব্রীজ।