আজ সোমবার, ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজার জমে উঠেছে ফরমালিন মুক্ত শীতের সব্জি বাজার

 

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার  উপজেলার বিভিন্ন হাট বাজারে নামতে শুরু করেছে ফরমালিন, সার ও বিষ মুক্ত শীতকালিন পুষ্টিকর শাক- সব্জি ও তরি তরকারী। এলাকাবাসি বাড়ী উঠোনের পাশে, ঘরে চালায়, সমতল ভুমিতে এ সমস্ত শাক- সব্জির চাষ করে থাকেন। এ সমস্ত শাক -সব্জি ও তরি- তরকারী এখন বাজারে নামার কারণে  তরকারীর দাম কিছুটা কমতে শুরু করেছে এবং ক্রেতারা বলছে বার মাসি তরকারীর চেয়ে মৌসুমি শাক সব্জি ও তরি-তরকারী খেয়ে অনেক স্বাদ পাওয়া যায়।
গতকাল বৃহষ্পতিবার উপজেলার সব চেয়ে বড় বাজার গোপালদী এবং এর পার্শ্ববর্তী রামচন্দ্রদী বাজার ঘুরে এমন চিত্রই চোখে পড়ে। একজন সব্জি বিক্রেতা আঃ আলী বলেন, আমি বাড়ীর উঠোনে সব্জি চাষ ও ঘরের চালে কড়লার চাষ করেছি। এতে সার, কিটনাশক, বিষাক্ত দ্রব্য কিছুই ব্যবহার করিনি । বাজার থেকে উন্নত জাতের সব্জি বীজ ক্রয় করে আমি এর চাষ করেছি। ফলন ও ভাল হয়েছে। মানুষ এ সমস্ত তরি-তরকারী কিনে নিয়ে খেয়ে খুব সুনাম করছে। আমার নিজের কোন জমি নেই। ভবিষ্যতে আমি জমি ভাড়া নিয়ে সব্জির চাষ কর।