আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আসাদুজ্জামান চেয়ারম্যানের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক:

এনায়েতনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে ওয়ার্ডের হরিহরপাড়া এলাকার আমতলীতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

রনি ও নাসিমের উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদু, ১ নং ওয়ার্ডের সফল মেম্বার ও মেম্বার প্রার্থী সালাউদ্দিন আহমেদ, মেম্বার প্রার্থী আমান উল্লাহ প্রমুখ।

বক্তব্যে আসাদুজ্জামান বলেন, আমাদের ইউনিয়নের ময়লা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা নাই, তাই আমি ডিসি সাহেবকে বিষয়টি জানিয়েছি। জায়গা দেখা হচ্ছে, চেষ্টা চলছে, একটা জায়গার বিষয়ে কথা হচ্ছে, খুব শীঘ্রই ময়লা ফেলার ডাম্পিং স্পট হবে।

মাদক নির্মূলের বিষয়ে তিনি বলেন, আমাদের এলাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। মাদকের বিস্তার অনেক বেড়েছে। এই মাদক নির্মূল করতে হবে। আমার একার পক্ষে এই মাদক সমস্যার সমাধান করা সম্ভব না। এলাকার পঞ্চায়েত কমিটি, যুব সমাজের সাথে যৌথভাবে এ মাদক নির্মূলে কাজ করবো। তিনি মাদক বিক্রেতাদের হুশিয়ারী উচ্চারণ করে বলেন, কোনো মাদক বিক্রেতাকে ছাড় দেয়া হবে না।
এছাড়া অসমাপ্ত সকল কাজ সমাপ্ত করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।