আজ মঙ্গলবার, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইদে নতুন রূপে আসছে মাহি

আসছে মাহি

আসছে মাহিবিনোদনচর্চা:

ইদে তিন বছর যাবত মাহির কোন ছবি মুক্তি পাচ্ছে না ।সর্ব শেষ  ২০১৫ সালের কোরবানির ইদে মুক্তি পেয়েছিল তার ‘অগ্নি ২’। এরপর আর কোনো ইদেই ছিলেন না মাহিয়া মাহি। এবার ইদে  দুটি সিনেমা মুক্তি পাবে মাহির। ‘জান্নাত’ ও ‘মনে রেখো’ সিনেমা দিয়ে দর্শকদের মাতাবেন এই নায়িকা।

গত বছর ‘ঢাকা অ্যাটাক’-এর পর এ বছর মুক্তি পায় তার ‘পলকে পলকে তোমাকে চাই’। মাঝখানে ‘পবিত্র ভালোবাসা’, ‘মন দেব মন নেব’সহ আরও কয়েকটি সিনেমার শুটিং শেষ হলেও মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেননি প্রযোজক-পরিচালকরা। পরিচালক মুস্তাফিজুর রহমান মানিককে মাহিই অনুরোধ করেন ‘জান্নাত’ সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য। মাহির অনুরোধে রাজি হয়েছেন মানিক। তবে আজ বিকেলে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে। এরই মধ্যে মাহির আরেক সিনেমা ‘মনে রেখো’ও ইদে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট প্রোডাকশন্স।

এদিকে কিছুটা চিন্তায় পড়েছেন মাহি। বলেন, ‘দুটি সিনেমাই আমার প্রিয়। শুরুতে জানতাম ইদে ‘জান্নাত’ মুক্তি পাবে। এখন শুনছি ‘মনে রেখো’ও আসছে। ভয় লাগছে, কারণ ক্যারিয়ারে কখনো একসঙ্গে দুটি সিনেমা মুক্তি পায়নি আমার। কী যে হয় কে জানে! একটি সিনেমা মুক্তি পেলে হয়তো এতটা টেনশন হতো না।’

‘জান্নাত’ সিনেমার মাধ্যমে পাঁচ বছর পর পর্দায় ফিরছে মাহি-সায়মন জুটি। ‘মনে রেখো’তে মাহির নায়ক পশ্চিমবঙ্গের বনি সেনগুপ্ত।