সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, এক সময় তারাব পৌরসভার অর্থিক সংকট ছিলো। হাছিনা গাজী মেয়র হওয়ার পর থেকে তারাব পৌরসভার উন্নয়ন দৃশ্য বদলাতে শুরু করেছে। মেয়র একদিন আমাকে (মন্ত্রীকে ) জানাল সরকার পৌর অডিটোরিয়াম নির্মানের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে । জায়গার অভাবে প্রকল্পটি ফেরত যেতে পারে। তখন আমি আমার দুই ছেলে গাজী গোলাম মর্তুজা পাপ্পা এবং গাজী গোলাম আশরিয়া বাপ্পীকে ডেকে গাজী গ্রুপের মাধ্যমে তারাব পৌরসভায় জায়গা বরাদ্দ দিতে বলি। তারা ৪৩ শতাংশ জমি তার মায়ের নামে ৫০০ আসন বিশিষ্ট হাছিনা গাজী পৌর অডিটোরিয়াম নির্মাণের জন্য বরাদ্দ দিয়েছে। এ রকম অডিটোরিয়াম আশেপাশের পৌরসভাগুলো নেই।
বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) সকালে তারাবতে ৫০০ আসন বিশিষ্ট হাছিনা গাজী পৌর অডিটোরিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, হাছিনা গাজীর চেষ্টায় আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট ২ এর উদ্বোধন করা হয়েছে। যার মাধ্যমে পৌরবাসীর স্বাস্থ্য সমস্যা দূর করতে ভূমিকা রাখছে। পানি শোধনাগার নির্মাণ হচ্ছে।
গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, রূপগঞ্জে ৩ একর জমির উপর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ হবে। তার জন্য সরকার ৫৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
তিনি বলেন , বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুড়াপাড়ায় শীতলক্ষ্যা নদীর উপর বীর প্রতীক গাজী সেতু নির্মাণ হয়েছে। ভুলতায় সবচেয়ে বড় ফ্লাইওভার নির্মাণ হয়েছে। ১৪৩ কোটি টাকা ব্যয়ে রূপসী -কাঞ্চন জিসি -ভায়া মুড়াপাড়া সড়ক উন্নয়ন ( চেই:০০-১৩৭৭৫ মি) কাজ হচ্ছে।
তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান , তারাব পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনি, হোসাইন হোসেন রাজীব , রাসেল শিকদার,নজরুল ইসলাম মফিজ, হামিদুল্লাহ, আশরাফুল ইসলাম, আনোয়ার হোসেন, আমির হোসেন ভূইয়া, আতিকুর রহমান, লায়লা পারভীন, আসমা বেগম, জোসনা বেগম, সচিব তাজুল ইসলাম, প্রকৌশলী জেড এম আনোয়ার , আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান, আলহাজ্ব হাবিবুর রহমান , রূপগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহেরসহ অনেকে। এছাড়া অনুষ্ঠানে মন্ত্রী সবাইকে মাস্ক পরার অনুরোধ জানান।