আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশের সাথে স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, আশা আটক

রিমাণ্ড চেয়ে আদালতে

আশা আটক

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশের দুই সদস্য আহত হয়েছে এবং নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ জুন) দুপুরে নগরীর দেওভোগ পাক্কা রোড এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।
আশাকে ছাড়িয়ে নিতে আশা সমর্থিত নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়। ঘটনাস্থলেই দু’জন পুলিশ সদস্য আহত হয়।
শনিবার দুপুরে নতুন কমিটি গঠন হওয়াতে দেওভোগ এলাকায় আবুল কাউসার আশার নেতৃত্বে আনন্দ মিছিল করে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতারা। এসময় পুলিশ তাদের বাঁধা দেয়। এ নিয়ে পুলিশের সাথে তাদের বাকবিতন্ডা শুরু হয়। পরে পুলিশ আশাকে আটক করে গাড়িতে তোলে। এসময় নেতাকর্মীরা তাকে ছাড়িয়ে নিতে পুলিশের গাড়িতে হামলা করে। তখন আরো ৪ জনকে আটক করে পুলিশ। ঘটনাস্থলে দু’জন পুলিশ সদস্য আহত হয়।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম পিপিএম জানান, নতুন কমিটি মিছিল করতে গেলে পুলিশ তাদের বাঁধা দেয়। এসময় তারা পুলিশের উপর হামলা চালায়। তাদের হামলায় আমাদের দু’জন পুলিশ সদস্য আহত হয়েছে। আশাসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে।