
আল কোরআন
সূরা আনফাল
মদীনায় অবতীর্ণ। আয়াত : ৭৫; রুকূ : ১০
৬১. যদি তারা (কাফেররা) সন্ধির দিকে ঝুঁকে পড়ে তাহলে তুমিও সন্ধি করতে আগ্রহী হও, আর আল্লাহর উপর ভরসা করো, নিঃসন্দেহে তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
৬২. পক্ষান্তরে তারা যদি তোমাকে ধোঁকা দেওয়ার ইচ্ছা করে তাহলে তোমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি এমন (মহা শক্তিশালী) যে, নিজ (গায়েবী) সাহায্য (ফেরেশতা) দ্বারা এবং মুমিনগণ দ্বারা তোমাকে শক্তিশালী করেছেন।
আল হাদিস
ঈমানের শাখা
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন: “ঈমানের শাখা হচ্ছের ষাটের কিছু বেশী এবং লজ্জা ঈমানের একটি শাখা।”
[বুখারী: ৯]
আরও পড়তে পারেন

আল কোরআন সূরা আনফাল মদীনায় অবতীর্ণ। আয়াত : ৭৫; রুকূ : ১০ ৭১. আর তারা যদি তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করার ইচ্ছা রাখে তাহলে এর পূর্বে আল্লাহর সাথেও তারা বিশ্বাসঘাতকতা করেছিল। সুতরাং তিনি তাদের উপর তোমাকে শক্তিশালী করেছেন, আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। ৭২. যারা ঈমান এনেছে, দ্বীনের জন্য হিজরত করেছে, নিজেদের…

আল কোরআন ৫৭. হে মুমিনগণ! যারা তোমাদের পূর্বে কিতাব প্রাপ্ত হয়েছে, তাদের অবস্থা এই যে, তারা তোমাদের ধর্মকে হাসি ও তামাশার বস্তু মনে করেÑ তাদেরকে এবং অন্যান্য কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না এবং আল্লাহকে ভয় কর, যদি তোমরা ঈমানদার হয়ে থাক। ৫৮. আর যখন তোমরা (আযান দ্বারা) নামাযের আহ্বান কর,…

আল কোরআন সূরা তাওবা১ আয়াত : ১২৯ রুকূ : ১৬ আল কোরআন সূরা তাওবা১ মদীনায় অবতীর্ণ। আয়াত : ১২৯; রুকূ : ১৬ ৪৫. অবশ্যই ঐসব লোক তোমার কাছে বিরত থাকার অনুমতি চেয়ে থাকে, যারা আল্লাহর প্রতি ও আখেরাতের প্রতি ঈমান রাখে না এবং যাদের অন্তরসমূহ সন্দেহে নিপতিত রয়েছে। অতএব,…