হাসান মাহমুদ,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলায় হাতীবান্ধা উপজেলায় বোরো ধানের ক্ষেতে পোকা দমনে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এ আলোক ফাঁদ স্থাপন করা হয়।
উপজেলার সিংগীমারী ইউনিয়নের পানাতী পাড়া গ্রামের বাসিন্দা আরিফুল ও বড়খাতা ইউনিয়নের সারডুবি এলাকার বসুনিয়া পাড়া গ্রামের বাসিন্দা দুলালের আবাদি বোরো ধান ক্ষেতে এ আলোক ফাঁদ স্থাপন করা হয়। পর্যায় ক্রমে সকল বোরো ধানের আবাদি জমিতে এ আলোক ফাঁদ স্থাপন করা হবে বলে জানা গেছে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, সহ:কৃষি কর্মকর্তাগণ ও উপজেলা কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন মিয়াসহ ওই এলাকার কয়েকজন কৃষক উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, যে সব বোরো ধানের ক্ষেতে পোকার আক্রমন দেখা দিয়েছে সে সব ক্ষেতে এ আলোক ফাঁদ স্থাপন করলে পোকার আক্রমন কমে যাবে। আর এছাড়া কোন বোরো ধানের ক্ষেতে পোকার আক্রমন হয়েছে কিনা এ আলোক ফাঁদ স্থাপন করলে বোঝা যাবে।