আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলীরটেক ইউপির আড়াই কোটি টাকার বাজেট ঘোষনা

আলীরটেক ইউপির বাজেট

আলীরটেক ইউপি

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মতিউর রহমান মতি ২ কোটি ৫৯ লাখ ৫১ হাজার টাকার বাজেট ঘোষনা করেন।
মঙ্গলবার (২৯ মে) দুপুর ১২ টায় ইউপি মিলনায়তনে উন্মুক্ত বাজেট ঘোষনা করেন। যোগাযোগ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন।যার ব্যয় ধরা হয়েছে ২ কোটি টাকা।
বাজেট ঘোষনার পূর্বে মতিউর রহমান মতি বলেন,সংসদ সদস্য সেলিম ওসমানের নির্দেশ এলাকার জনগনের সেবা করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ সরকারের উন্নয়ন জনগনের কাছে পৌছে দিতে হবে। সেটি মুলমন্ত্র হিসেবে গ্রহন করে এবারের বাজেট প্রনয়ন করা হয়েছে। আমি জনগনের সেবা করতে চাই বলে এলাকাবাসীর কথা ভেবে এবারের বাজেট দেয়া হচ্ছে। পরে তিনি ২ কোটি ৫৯ লাখ ৫১ হাজার ৫২৯ টাকার বাজেট ঘোষনা করেন। এর মধ্যে নিজস্ব তহবিল ৫৩ লাখ ৬ হাজার টাকা, উন্নয়ন ২ কোটি ৬ লাখ ৪৫ হাজার ৫২৯ টাকা।
বাজেট ঘোষনা কালে উপস্থিত ছিলেন, ইউপি সচিব আব্দুর রব, ইউপি মেম্বার আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন, ইকবাল মাহমুদ, মোঃ রানা আহম্মেদ, সিরাজুল ইসলাম মনি, মোঃ রুহুল আমিন, রওশন আলী, আব্দুস সোবহান, শফিকুল ইসলাম শাহীন, দিদার হোসেন, মহিলা মেম্বার আলেয়া আক্তার, রওশন আরা,সুমা আক্তার, সমাজ সেবক তোফাজ্জল হোসেন, আহম্মেদ আলী রানা, মাসুদ রানা, ফজলে হাসান মুক্তার, বেলায়েত হোসেন,ফরিদ মেম্বার, শফিকুল ইসলাম, জিলানীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।