আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আ’লীগের জাতীয় সম্মেলনে না.গঞ্জের যাদের ঘিরে আলোচনা

নবকুমার:

নীরব নেতাকর্মীরা। সম্মেলনকে ঘিরে কারো কোনো প্রতিক্রিয়া নেই। আছে কেবল গুঞ্জন আর প্রত্যাশা। কারা মূল্যায়িত হচ্ছেন কেন্দ্রে, বাদ পড়ছেন কারা? সে আলোচনা আপাতত বাদ। এখন কেবল অপেক্ষার পালা। সাধারণ মানুষ থেকে নেতাকর্মী, সবার দৃষ্টি জাতীয় সম্মেলনে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুই দিনব্যাপী আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শুরু হয়েছে । এরইমধ্যে নারায়ণগঞ্জে নেতাকর্মী, কাউন্সিলররা অবস্থান করছেন রাজধানীতে।

ঢাকায় অবস্থান করা নারায়ণগঞ্জ আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে, কেন্দ্রে নারায়ণগঞ্জের নেতাদের মধ্যে ঠাই হতে পারে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ -৪ আসনের এমপি শামীম ওসমান, সোনারগাঁয়ের মাসুদ দুলাল । প্রমোশন পেতে পারেন এড আনিসুর রহমান দীপু। তিনি গত কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিলেন। তবে শামীম ওসমান বর্তমানে দলের কোনো গুরুত্বপূর্ণ পদে নেই । তাকে নিয়ে আশায় বুক বাধছে তার শুভাকাঙ্খীরা। শেখ হাসিনা চাইলে তাকে কেন্দ্রীয় কমিটিতে পদ দিতে পারেন। নারী নেত্রীর কোঠায় আইভীও কেন্দ্রে পদ পেতে পারেন। যদি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা পরিবর্তন আনেন সেক্ষেত্রে আইভী কেন্দ্রে পদ নাও পেতে পারেন। আর যদি পরিবর্তন না করেন সে ক্ষেত্রে আইভী কেন্দ্রে পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন গত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কায়সার হাসনাত। তার পদ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে এ সব কিছু নির্ভর করছে দলের প্রধান শেখ হাসিনার উপর।

সর্বশেষ সংবাদ