আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আলীগঞ্জ খেলার মাঠ দখলে নিয়ে উত্তেজনা

সংবাদচর্চা রিপোর্ট

পাগলার আলীগঞ্জ খেলার মাঠ দখল নিতে এসে প্রথম দফায় এলাকাবাসীদের তোপের মুখে পড়ে ফিরে গেছেন গণপূর্ত বিভাগের কর্মকর্তারা ৷

একনেকে পাশ হওয়া সরকারি কর্মকর্তাদের আবাসন প্রকল্পের জন্য রোববার (২৬ মে) বেলা ১২টার দিকে গণপূর্ত বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ান আহমেদের নেতৃত্বে পুলিশ ও ব়্যাবসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে আলীগঞ্জ মাঠ দখল করতে আসে গণপূর্ত অধিদপ্তর৷

পরে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের বাধার মুখে পড়ে উচ্ছেদ অভিযান না চালিয়ে চলে যান তারা৷ তবে প্রথম দফায় অভিযান বন্ধ রাখলেও উর্ধ্বতন কর্মতর্তাদের নির্দেশনা অনুযায়ী ফের অভিযান চালাবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ান আহমেদ৷

তবে আলীগঞ্জ মাঠ দখল নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।