সংবাদচর্চা রিপোর্ট:
শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ বলেছেন, শ্রমিকদের সমস্যা হলে আর কোন জ্বালাও-পোড়াও, ভাঙচুর চলবে না। ন্যায্য দাবিতে আন্দোলন করে প্রশাসন ও কলকারখানা পরিদর্শকের সাথে আলোচনা করে সমাধান করা হবে।
বুধবার (১ মে) সকালে মহান মে দিবস উপলক্ষে চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ শ্রম দপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি স্লোগানকে সামনে রেখে এ আয়োজন করা হয়।
তিনি বলেন, বিভিন্ন সময় শ্রমিকদের উস্কানি দেয়া হয়। আর দোষ চাপিয়ে দেয়া হয় শ্রমিকদের উপর। পরে পুলিশ শ্রমিকের মিছিলে লাটিচার্জ করে। তাই শ্রমিকদের বলি, কোন উস্কানিতে কান দিবেন না। দাবি ন্যায্য হলে আন্দোলন চলবে কিন্তু গুজবে কান দেয়া যাবে না।
পুলিশের প্রশংসা করে পলাশ বলেন, ‘এক সময় শ্রমিকরা দাবির জন্য রাজপথে নামলে পুলিশের লাঠিপেটার শিকার হতো। যার ফলে মিছিলে নামতে পারে নাই। মিছিল করতে নামলেই লাঠিপেটা আর গ্রেফতার করে কারাগারে বন্ধি করে রাখা হতো। কিন্তু এখন আর সেই আগের অবস্থা নাই। পুলিশকে শ্রমিকের বন্ধু হিসেবে আমরা দেখতে পাই।’
এ সময় উপস্থিত ছিলেন, এসপি হারুন, বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচলিক ও রেজিষ্টার অব ট্রেড ইউনিয়ন মো. খোরশেদুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম রেজা, ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম,এক্সপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট মো. হাতেম, চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিকেএমইএ’র পরিচালক মো. মোরশেদ সারোয়ার প্রমুখ।