আজ রবিবার, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আর্থিক সক্ষমতাই নারীর ক্ষমতার উৎস – জসীম উদ্দিন

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, ২০০৮ সালের নির্বাচনে সরকার যখন ডিজিটাল প্রস্তাবনা নিয়ে আসে তখন অনেকেই তা ভালো চোখে নেয়নি। আবার অনেকে বলেছেন এটা বাস্তবায়ন হবে না। কিন্তু প্রধানমন্ত্রী তা বাস্তবায়ন করে দেখিয়েছেন। আইটি কোর্স করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে উপার্জন করা যায়। এখানে খালি ডলার আর ডলার। নারী৷ ক্ষমতায়নের সবচেয়ে বড় জায়গা হলো তার আর্থিক সক্ষমতা। এর ফলেই নারী তার নিজ মত প্রকাশ করতে পারেন।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় আমন্ত্রণ কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্র্যাকের নারায়ণগঞ্জ আইটি ট্রেনিং সেন্টারের উদ্বোধন ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান উপলক্ষ্যে এ আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, এই জেলার বড় বড় ইন্ডাস্ট্রির মালিকদের সাথে কথা বলেছি। তারা বলেন এক্সপার্ট লোক পাওয়া যায় না। আমি আশা করি এর অভাব ব্র্যাক পূরণ করবে। প্রধানমন্ত্রী দেশে অনেক কাজ করছে। কিন্তু আমরা তার ফলাফল নিতে পারছি না।

তিনি অভিভাবকদের সমালোচনা করে বলেন, কিছু মহিলা আছে বাচ্চাদের স্কুলে দিতে গিয়ে ওই স্কুলের সামনে বসে কার ফ্রিজে কি আছে এসব নিয়েও গল্প করেন। কার কত ভরি স্বর্ণ আছে বা দুনিয়ার কোথায় কোন রহস্য সব সেখানে আলোচনা হয়। পরচর্চার অন্যতম কেন্দ্র হয়ে ওঠে অনেক আড্ডা।

অনুষ্ঠানে জেলা ব্র্যাক আইটি সেন্টারের প্রধান মামুনের সভাপতিত্বে ও ব্র্যাকের আইটি হেড তানভীর আরাফের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, নারায়ণগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ বেদৌরা বিনতে হাবিব, ইনোভেস্ট টেকনোলজি লিমিটেড এর এমডি মিনাজ খান।

 

আরআই/এসএএইচ