আজ বুধবার, ১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আরোগ্যময় বাংলাদেশ গড়তে তরুণদের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের শহরের চাষাঢ়ায় ইউনাইটেড হেলথ ডেভলোপমেন্ট প্রোগ্রামের (ইউএইচডিপি) উদ্যোগে ব্যক্তিক্রমী আয়োজন করেছে একদল তরুণ। আগামীর বাংলাদেশ আরোগ্যময় সহ বেশ কিছু বিষয়কে সামনে তুলে ধরে প্রচার প্রচারণায় নামে তারা। আর এসকল ছবি সমূহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুতই তা সকলের প্রশংসা কুড়িয়ে নেয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সংস্থাটির কর্মীরা বেশ কিছু ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে যায় চাষাঢ়া স্বাধীনতা স্তম্ভের সামনে। এসকল প্ল্যাকার্ডে বিভিন্ন সচেতনতা মূলক বার্তা সকলের সামনে তুলে ধরে তারা।

ইউএইচডিপি’র ভাইস প্রেসিডেন্ট ওসমান আরাবী বলেন, আমাদের লক্ষ্য ২০২৩ সালের মধ্যে দেশের ৩০ ভাগ মানুষকে স্বাস্থ্য সচেতন করা। এছাড়া মাদক মুক্ত বাংলাদেশ, সমাজসেবী চিকিৎসকদের সামনে আনা, অপ্রয়োজনীয় সার্জারির বিরুদ্ধে দাঁড়ানো সহ বেশ কিছু লক্ষ্য আমরা হাতে নিয়েছি। এছাড়া ভয়াবহ বিভিন্ন অসুখ থেকে চাইলেই যে আমরা বাঁচতে পারি সে সম্পর্কে সকলকে সচেতন করবো আমরা।

তিনি আরও বলেন, অতি দ্রুতই আমরা মিডিয়া সেলিব্রেটিদের উপস্থিতিতে সকল জেলা, উপজেলা ও থানা পর্যায়ে প্রচার প্রচারণা চালাবো। এর মাধ্যমে আমরা আরোগ্যময় বাংলাদেশ গড়ে তোলার যে লক্ষ্য সেটি পূরণ করতে পারবো বলে আমাদের বিশ্বাস।

এসএএইচ/এসএএইচ