আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আরবি ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবি তৈমূরের

নিজস্ব প্রতিবেদক:

প্রাথমিক বিদ্যালয় হতে বিশ^বিদ্যালয় পর্যন্ত আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক এড.তৈমূর আলম খন্দকার। গতকাল রূপসী কবরস্থান মসজিদে ইফতার ও দোয়া মাহফিলে তিনি সরকারের কাছে এই দাবি জানান।

এড.তৈমূর আলম খন্দকার বলেন, প্রত্যেকটা মুসলমানের সন্তানকে আরবি ভাষা শিখতে হবে। আমাদের প্রাথমিক বিদ্যালয় হতে বিশ^বিদ্যালয় পর্যন্ত আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা দরকার। সরকারী অফিস আদালতের ভাষা আরবি করা হোক। আমাদের ছেলেরা বিশ^ কোরআন প্রতিযোগিতায় এখন বিশ^ চ্যাম্পিয়ন হচ্ছে। এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয়।

এসময় দৈনিক বাংলার চোখ পত্রিকার সম্পাদক আবু হানিফ হৃদয়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দোয়া করা হয়।