আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আমি শ্রমিকদের পাশে আছি – সাইফুল ইসলাম শরীফ

নিজস্ব প্রতিবেদক:

ফাইন নীট ওয়্যার গার্মেন্টসের বিরুদ্ধে শ্রমিকরা এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে। গতকাল ৬ মে (সোমবার) সকাল ১১টায় গাবতলি আমেনা গার্মেন্টসের সামনে থেকে ডি আই টি চত্বর পর্যন্ত বিক্ষোভ র‌্যালিটি শেষ করেন। ফাইন নীট ওয়্যার লিমিটেড এর সকল শ্রমিকদের ৭দফা দাবি আদায়ের জন্য তারা প্রতিবাদ মিছিল করেন। ৭দফা দাবির মধ্যে ছিল ফাইন নীট ওয়্যার গার্মেন্টসে সকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবাায়ন করা ও ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করা।

সভাপতিত্বে বক্তব্যে সাইফুল ইসলাম শরীফ বলেন, আমরা চাই সরকার শ্রমিকদেও যে ন্যূনতম মজুরি ঘোষিত করেন মালিকরা যেনো তা শ্রমিকদের দেন।কিন্তু সেই ন্যুনতম মজুরি ফাইন নীট ওয়্যার গার্মেন্টসের মালিক তা দিচ্ছে না। আমি শ্রমিকদের পাশে আছি বলে গার্মেন্টসের মালিকরা আমার বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করছে। তারই দ্বারা বাহিকতার প্রেক্ষিতে গত ২৪(এপ্রিল) ফাইন নীট ওয়্যার গার্মেন্টসের মালিকের জুট সন্ত্রাসী পারভেজ, সুমন(৩০),আলমগীর (৩১),কামাল(২৮),রুবেল (৩২), সাগর (৩৫),রিপন(২৯)আরিফ (২৭)গাবতলি নতুন বাজার (ছোট মসজিদ ব্যাংক টাউন)এর সংলগ্নে আমার উপর হামলা করেন রাত পৌনে ১১টায়। এতে আমি গুরুতর আহত হয়ে খানপুর ৩০০শয্যা হাসপাতালে ভর্তি হই। আমি কিছুটা সুস্থ হয়ে ১ই(মে)বুধবার সন্ত্রাসীদের নামে মামলা দেই। ফাইন নীট মালিকের নাম দিলে আমার মামলাটা ফতুল্লা মডেল থানায় নিবে না জেনে তাকে ছাড়াই মামলা দিতে বাদ্য হই বাকি আসামিদের বিরুদ্ধে। মামলা দিলেও আমি কোনো তার ফলাফল পাইনি কারন আমার এ মামলার তদত্ত পর্যন্ত করতে যাইনি মালার আয়ু আমিনুল ইসলাম। তবে যাই হোক না কোনো আমি শ্রমিকদের আদায়ে দাবিতে পাশে ছিলাম, পাশে থাকবো সব সময়।

সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম সংবাদচর্চাকে বলেন,আমি বাইক এক্সিডেন্টের একটু অসুস্থ ছিলাম তাই মামলাটি তদন্ত করতে পারিনি। তবে আপনি বাদীকে বইলেন আমাকে ফোন করতে আমি তা যথাযথ ব্যবস্থা করে দিবো।

উক্ত বিক্ষোভ র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক ফন্ট্রের সভাপতি সেলিম মাহমুদ, গার্মেন্টস শ্রমিক ফন্ট্রের সেক্রেটারী জাহাঙ্গীর আলম গোলক, নারায়ণগঞ্জ জেলা সমাজতান্ত্রিক সভাপতি আবু নাঈম খান বিল্পব প্রমূখ।