পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চেয়েও পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার তৃণমূলের পর্যালোচনা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা জানিয়েছেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চেয়েছিলাম। শুধু দলের প্রধান হিসেবে কাজ চালাব বলেছিলাম, কিন্তু দল মানল না।
তিনি বলেন, দলকে বলেছি; ছয় মাস ধরে আমি কাজ করতে পারছি না। ক্ষমতাহীন এক মুখ্যমন্ত্রী ছিলাম আমি। এটা গ্রহণ করতে পারিনা। আমি মুখ্যমন্ত্রী থাকতে চাই না। এই চেয়ার আমার জন্য না। দলই আমার জন্য সবচেয়ে গুরুত্বপুর্ণ।
বিজেপির কাছে তৃণমূলকে কেন এত বেশি আসন খোয়াতে হল, কোথায় কী ত্রুটি হয়েছিল এবং এই ক্ষয় মেরামত হবে কী ভাবে, এসব নিয়েই এই বৈঠকে আলোচনা হয় বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।