আজ বৃহস্পতিবার, ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আমি গাজী কোন নেতার কাছে বিক্রি হই নাই

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, মাঝিনা মাদ্রাসায় অনেক ষড়যন্ত্র হয়েছে। যার কারণে এই মাদ্রাসা বার বার সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠত্বে অর্জন করছে। শুধুমাত্র আমাকে সমর্থন করার কারণে সেই অধ্যক্ষকে বহিস্কার করা হয়েছিলো। এই মাদ্রাসায় আর যেনো কোন ষড়যন্ত্র না হয়। যতই ষড়যন্ত্র হোক আমি গাজী কারো কাছে বিক্রি হই না। আমি জনগণের কাছে বিক্রি হই ।যারা আমাকে ভোট দেয় আমি তাদের কাছে বিক্রি হই। কোন নেতার কাছে আমি বিক্রি হই না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার রূপগঞ্জের প্রশংসা করেছে। আর কোন জায়গায় প্রধানমন্ত্রী এভাবে কথা বলেন নাই। প্রধানমন্ত্রী রূপগঞ্জকে আমাদেরকে খুবই পছন্দ করেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রূপগঞ্জ উপজেলার মাঝিনা  আহাম্মদিয়া ফাযিল মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভায় গোলাম দস্তগীর গাজী এসব কথা বলেন।

তিনি বলেন, নগর পাড়া ব্রিজের কাজ বন্ধ হয়ে যায় নি। একটি ড্রয়িং পরিবর্তন করতে হচ্ছে।

মন্ত্রী বলেন, কা‌য়েতপাড়া ইউ‌নিয়‌নের মানুষ আগে নৌকায় চলাচল কর‌তো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কা‌য়েতপাড়া ইউ‌নিয়‌নে সারা বংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। এখানে এ‌কের পর এক রাস্তা  ,ব্রীজ  কালভাট নির্মান হ‌য়ে‌ছে। আর  কা‌য়েতপাড়া ইউ‌নিয়‌নের জনগন‌কে নৌকা যো‌গে চলাচল কর‌তে হয় না, গাড়ী‌তে চলাচল কর‌তে পা‌রে। এটাই হ‌চ্ছে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উন্নয়ন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে মাদ্রাসা শিক্ষার বিপ্লব ঘটেছে। কওমী শিক্ষাকে আওয়ামী লীগ সরকার স্বীকৃতি দিয়েছে। মাদ্রাসার শিক্ষকদের বেতন ভাতা নিশ্চিত করেছে বর্তমান সরকার।

মন্ত্রী বলেন, বিএনপি জামায়াত ধর্ম নিয়ে নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করে। ওরা ধর্মীয় প্রতিষ্ঠানের কোন উন্নয়ন করে নাই।

এসময় উপস্থিত ছিলেন, মা‌ঝিনা আহাম্মদিয়া ফা‌জিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ম‌জিদ মোল্লা, কায়েতপাড়া ইউ‌নিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি মোহাম্মদ জা‌হেদ আলী, রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লীগের সা‌বেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা ম‌তিউর রহমান আকন্দ, আব্দুল খালেক, সামসুল আলম ,শ্রী র‌বি রা‌য়, আব্দুল ক‌রিম পাঠান, কায়েতপাড়া ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি শ‌ফিকুর রহমান বাদল, কায়েতপাড়া ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবকলীগের সভাপ‌তি ম‌হিউ‌দ্দিন ভুঁইয়া, সাধারন সম্পাদক আলমগীর হো‌সেন।