রফিকুল ইসলাম রানা:
নারায়ণগঞ্জ-২ ( আড়াইহাজার) আসনের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেছেন, আমি আপনাদের কাছে ভোট চাই না। আমাকে সঠিক ভাবে কাজ করার সহযেগিতা করার জন্য ভাল মনের মানুষ চাই, ভাল নেতৃত্ব চাই।
শনিবার ( ২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হাইজাদী ইউনয়নের কলাগাছিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত স্কুলের প্রাক্তন ছাত্র- ছাত্রী ও শিক্ষক- শিক্ষিকাদের পুনর্মিলনী অনুষ্ঠান -২০১৭ উপলেক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, মানুষ সমালোচনা করে বলে আমি শিক্ষিত সমাজকে সাথে নিয়ে চলি কেন? শিক্ষিত সমাজে প্রকৃত মানুষ পাওয়া যায়। আর আমি মানুষের সাথে চলতে ভাল বাসি। এলাকার ব্যাপক উন্নয়নে শিক্ষিত মানুষ গুলোর সঠিক পরামর্শ দরকার। তাই আমি তাদের সাথে চলি। তা না হলে এলাকার উন্নয়ন করা সম্ভব নয়।
এমপি বাবু বলেন, বিশনন্দীতে ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিউিট, মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক কমিউনিটি সেন্টার, ঝাউগড়ায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করা সম্ভব হতো না। তিনি একই সঙ্গে কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের নিচু খেলার মাঠ ভরাট করে এতে ফুটবল খেলার জন্য গোলপোষ্ট স্থাপন এবং একই সঙ্গে মাঠের প্রসারের ঘোষণা দেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজালাল মিয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ভূঁইয়া, হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী হেসন ভূঁইয়া, বিদ্যালয় পরিচালানা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব জুলকারনাইন ডালিম, থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা বেগম, সহকারী শিক্ষক মোঃ গিয়াসউদ্দীন ভূঁইয়া, সাবেক শিক্ষক আঃ মোতালিব ভূঁইয়া, সাবেক শিক্ষক স্বদেশ চন্দ্র, আওয়ামীলীগ নেতা নুরুলহক ভূঁইয়া, আঃ মেতিন মোল্লা (ইউপি সদস্য) প্রাক্তন ছাত্র নির্মণ চন্দ্র চন্দ, রফিকুল ইসলাম রানা প্রমুখ উপস্থিত ছিলেন।