আজ সোমবার, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আমার রক্তে পাট মিশে আছে :বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, আমার রক্তে পাট মিশে আছে। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে পাটের জন্য মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সুতারাং আমি যতই প্লাস্টিকের ব্যবসা করি না কেন পাট কে আমি মনে প্রাণে ভালোবাসি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পাট রপ্তানি আয় ২০২১ সালে ৫০বিলিয়ন ডলার ছড়িয়ে যাবে ।

গতকাল একটি বেসরকারি টেলিভিশনে মন্ত্রী সাহেব অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোল করা প্রশ্নে মন্ত্রী সাহেব বদলে যাবেন না কি বদলে দিবেন প্রশ্নের জবাবে গোলাম দস্তগীর গাজী বলেন, ১৯৭১ সালে যুদ্ধ করে দেশ বদলে দিয়েছি। সুতরাং আমার বদলে যাওয়ার প্রশ্নই ওঠে না।

মন্ত্রী বলেন, দেশ প্রেম ছাড়া দেশের উন্নয়ন করা যায় না। যার মধ্যে দেশ প্রেম আছে সে কখনো ক্ষমতার অপব্যবহার করবে না। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। বঙ্গবন্ধু আমাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করেছে। এমপি  মন্ত্রী যাবে আসবে কিন্তু বীর প্রতীক খেতাব যেটা আছে সেটাই থাকবে।