নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, দেশ স্বাধীন না হলে ,পাকিস্থান থাকলে শিক্ষা খাতে এতো উন্নত হতো না। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আমরা বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করেছি। যুদ্ধে গুড়িয়ে দিয়েছি পাকিস্থান হানাদার বাহিনীকে। ধ্বংস করেছি ওদের অস্ত্র গুলাবারুদ।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা স্বাধীন বাংলাদেশে প্রথম বিনামূল্যে বই দিয়েছে। যা অতীতের কোনো সরকার দিতে পারে নাই। পাকিস্থান আমলে আমার (গাজীর বাবা ) বাবা ছিলো গরীব। আমাকে কোনো দিন নতুন বই কিনে দিতে পারেনি। আমি (গাজী) বাংলাবাজারে গিয়ে পুরাতন বই কিনে পড়তাম। তখন ধনীর ছেলেরা যারা নতুন বই কিনে পড়তো আমরা তাদের নতুন বইয়ের ঘ্রাণ শুকতাম ।
বুধবার (১১ ডিসেম্বর) মাতুয়াইল (ঢাকা) সামসুল হক খান স্কুল এন্ড কলেজের পঞ্চদশ বার্ষিক স্কাউট গ্রুপ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম দস্তগীর গাজী এসব কথা বলেন।
তিনি বলেন, ভালো শিক্ষক ছাড়া ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব নয়। সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খুবই ভালো। তার চমকে এই প্রতিষ্ঠান ভালো ফলাফল করছে। রূপগঞ্জ থেকেও এখানে ব্যাপক ছেলে মেয়ে লেখাপাড়া করতে আসে।
এসময় উপস্থিত ছিলেন, সামসুল হক খান স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মাহফুজুর রহমান মোল্লা, সোহবার হোসেন বাবু, আলহাজ্ব রমজান হোসেন, ডিএমপি ওয়ারী বিভাগের উপ -পুলিশ কমিশনার ইফতেখার আহমেদ, কমিশনার শামীমুল হক , দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মো: মুন্না খাঁন প্রমুখ।