আজ সোমবার, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আমরা যেন মোদী-অমিতদের মত ন্যাড়ি কুত্তা না হই : খোরশেদ

নারায়ণগঞ্জ মহানগর  যুবদলের যুবদলের সভাপতি ও নাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ শুক্রবার গভীর রাতে জরুরি বিবৃতি দিয়েছেন। বিবৃতি তিনি জানান,দিল্লিতে মুসলিম হত্যা ও বাড়ী ঘর,ব্যাবসা প্রতিষ্ঠান ও মসজিদ মাজা অগ্নিসংযোগ করছে মোদীর পুলিশ বাহিনী এবং আরএসএস ও শিবসেনা। কোনো সাধারণ হিন্দু ধর্মাবলম্বীরা এহেন ঘৃণিত কাজে জড়িত নয়।বর্তমানে মানবিক হিন্দুরাও ভারতে মুসলমানদের মতই কোনঠাসা।কারণ বিজেপি,শিবসেনা,আরএসএস তারা ধর্মকে ক্ষমতার সিড়ি হিসাবে ব্যাবহার করছে মাত্র। তারা প্রকৃত ধার্মিক নয়। দিল্লীর ঘটনায় বিবেকবান হিন্দুদের সহায়তায় শতশত মুসলিম পরিবার তাদের জীবন রক্ষা করতে পারছে।আমার দৃঢ় বিশ্বাস সাধারন হিন্দু ধর্মাবলম্বীরা সাহায্য না করতো,তাহলে এতদিনে মুসলমানের লাশের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেত।তাই আমাদের উচিত আমাদের কথা বার্তা,প্রতিবাদের ভাষায় ও আচরণে যেন আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা মনে কষ্ট না পায়।আমাদের ঐতিহাসিক সম্প্রীতি যেন নষ্ট না হয়।আমাদের ঐক্যবদ্ধ প্রতিবাদ যেন বিশ্ব দরবারে উজ্জল দৃষ্টান্ত হয়।মনে রাখতে হবে বাংলাদেশটা হিন্দু মুসলিম আমাদের সবার।এটাই ইসলামের শিক্ষা। বিধর্মীর জান মাল রক্ষা করা আমাদের জন্য ফরজ ও ঈমানি দায়িত্ব। আমরা যেন আরএসএস,বিজেপি, শিবসেনা ও মোদী-অমিত শাহদের মত ন্যাড়ি কুত্তা না হই।