আজ শুক্রবার, ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আমরা যেনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি: দীপু ভুঁইয়া

টি.আই.আরিফ :
নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেছেন, আমরা বেগম খালেদা জিয়ার দেখানো পথে হাটবো। আমরা মানুষের অন্যায়ের বিরুদ্ধে যেনো দাঁড়াতে পারি। ‘দেশে গত ১৭ বছর কোনো গণতন্ত্র ছিল না। আমাদের নেতা তারেক রহমান দেশে এসেছেন। তার নেতৃত্বে গণতন্ত্র ফিরে আসবে। তিনি বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে গোলাকান্দাইলে দীপু ভুঁইয়ার কাচারিবাড়ির সামনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে রূপগঞ্জের উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুল, জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন উদ্দিন বাচ্চু, সহ সভাপতি আনোয়ার সাদাত সায়েম, বিএনপি নেতা নাসির উদ্দিন, আশরাফুল হক রিপন, মাহাবুবুর রহমান, আজিজ মাস্টার প্রমুখ।