আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমরা মিটিং করতে পারি না:মামুন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক:

সিদ্ধিরগঞ্জের গোদনাইল ৮নং ওর্য়াড বিএনপির আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাড়ৈপাড়া এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।

সম্মেলনে ৮ নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এর আগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম রবি শান্তির প্রতীক পায়রা উড়ানোর মাধ্যমে সম্মেলনটির উদ্বোধন করে। সম্মেলনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ¦ নাসির উদ্দিন।
সুত্রে খবর ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন শামসুদ্দিন শেখ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুম প্রধান।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ৮ নং ওয়ার্ড বিএনপির ঘাটি, খালেদা জিয়ার ঘাটি, তারেক জিয়ার ঘাটি। আজকে যাদের কমিটি ঘোষণা করা হবে তারা চেষ্টা করবেন এই ওয়ার্ডকে বিএনপির দূর্গ গড়ে তোলার জন্য। আপনারা বিএনপি করেন বলেই আপনারা সমাজে সম্মানিত হন। এই পদ-পদবী পাওয়া কোনো ছোটখাটো বিষয় না। এটা সৌভাগ্যের বিষয়। আমাদের খালেদা জিয়ার আদর্শে এগিয়ে যেতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে। আজ আমরা কোনো মিটিং-মিছিল করতে পারি না।

শামসুদ্দিন শেখের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমটির সদস্য সচিব শাহ আলম হীরা, আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, বাবুল প্রধান, অকিলউদ্দীন ভুইয়া, মো. মোশারফ হোসেন, টি এইচ তোফা, গাজী মনির, জাহাঙ্গীর আলম ও নবনির্বাচিত জালকুড়ি ৯নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান প্রমুখ।