টি.আই.আরিফ :
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, শেখ হাসিনা মানুষের সাথে কৃতদাসের মতো ব্যবহার করেছে । আমাদের কথা বলার অধিকার ছিলো না, ভোট দেওয়ার অধিকার ছিলো না। শেখ হাসিনা বেহায়ার মতো পালিয়ে গেছে। আমরা সন্ত্রাস, চাঁদাবাজ দেখতে চাই না, মানুষকে অস্ত্র দেখিয়ে আমরা মানুষের মন জয় করতে পারবো না। আমাদের নেতা তারেক রহমানের কথা মতো আমরা সন্ত্রাস, নৈরাজ্য, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য যেই ধরণের সংগ্রাম করতে হয় আমরা সেই ধরণের সংগ্রাম করবো। আমরা যেনো ঐক্যবদ্ধ থেকে সেই লড়াইয়ে জিততে পারি।
গতকাল বিকালে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে তারাব পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারাব পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব রহমান, জেলা কৃষক দলের আহবায়ক ডা. শাহীন, তারাব পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ প্রধান। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা পিন্টু মীর, আক্তার হোসেন, নুর হোসেন, দেওয়ান মোহাম্মদ, বাগবাড়ির জুয়েল প্রমুখ। এই অনুষ্ঠানে রূপসীবাসীর পক্ষ থেকে কাজী মনিরুজ্জামানকে ফুল দিয়ে বরণ করেন বিএনপি নেতা পিন্টু মীর।