আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমরা ঐক্যবদ্ধ থাকলে কোন বাঁধা মনে হবে না: কাজী মনির

টি.আই.আরিফ:

রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের পূর্ব গ্রাম এলাকায় বিএনপি অফিস উদ্বোধন করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান। রোববার ২০ অক্টোবর বিকালে ফিতা কেটে তিনি এই অফিস উদ্বোধন করেন।
এসময় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে কোন বাঁধা বাঁধা মনে হবে না। বিএনপির কর্মী হওয়া ভাগ্যের ব্যাপার। আমরা জনগণের সরকার চাই। আমরা চাই গণতন্ত্র।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুবুর রহমান, তারাব পৌর বিএনপির সহ-সভাপতি কাজী ইমরান হোসেন মাছুম।