সংবাদচর্চা রিপোর্ট:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যার প্রতিবাদে মঙ্গলবার সকাল নারায়ণগঞ্জ শহরের ছাষাঢ়ায় বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা। বিক্ষোভ শেষে চাষাঢ়ায় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করে প্রগতিশীল ছাত্র জোটের নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও প্রগতিশীল ছাত্র জোটের নারায়ণগঞ্জ জেলা শাখার সমন্বায়ক সুলতানা , বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি।
সভায় বক্তরা বলেন, আবরার হত্যার খুনিদের ফাঁসি চাই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে ছাত্র লীগের সন্ত্রাসী কর্মকান্ড থেকে জাতি মুক্তি চায়।
সভায় বক্তারা আরো বলেন, এর আগেও আমরা হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ করেছি। তখন তোলারাম কলেজের ছাত্র লীগের সন্ত্রাসী বাহিনী বাধা দিয়েছে। আমাদের উপর হামলা করেছে। ক্ষমতায় না থাকলে ক্যাম্পাস ছেড়ে পালায় ছাত্র লীগ , ছাত্রদল । শুধু পালায় না প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা। আমরা মানুষের কল্যাণে কথা বলি।