আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আবদুল হাই ভুঁইয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময়

সংবাদচর্চা রিপোর্ট :

পুনরায় নির্বাচিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ভুঁইয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ। গতকাল বিকালে চাষাঢ়ায় তারা এ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমানউল্লাহ মিয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য মোন্তাজ উদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা মিলন ভূইয়া, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমায়েত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে আবদুল হাই ভুঁইয়া রূপগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদের খোঁজ -খবর নেন। রাজনৈতিক, সামাজিক বিষয়ে কথা বলেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ নেতাদের অবদানের কথা তিনি স্মরণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। স্বাধীনতা বিরোধী শক্তি রাষ্ট্র ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করবে। সবাই সতর্ক থাকবেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ ।