আজ মঙ্গলবার, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আফগানিস্তানের জন্য দোয়া ও রোজা রাখতে খ্রিষ্টানদের আহ্বান

অনলাইন ডেস্ক:

আফগানিস্তানের শান্তি কামনায় বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়কে রোজা রাখতে ও দোয়া করার আহ্বান জানিয়েছেন ধর্মটির শীর্ষ যাজক পোপ ফ্রান্সিস। রবিবার সেন্ট পিটার্সে দর্শনার্থী ও পর্যটকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে ঘটে চলা সাম্প্রতিক ঘটনাগুলো অত্যান্ত উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন বলে জানান পোপ ফ্রান্সিস। পাশাপাশি তিনি গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় হতাহতের প্রতি গভীর সমবেদনা জানান।
পোপ ফ্রান্সিস বলেন, আমি সবার প্রতি আহ্বান জানিয়ে বলবো আফগান নাগরিকদের জন্য প্রয়োজনীয় সহায়তা চালু রাখতে। যেন আলোচনা এবং সহমর্মিতার মাধ্যমে শান্তি অর্জিত হয়, যা দেশটির সুন্দর ভবিষ্যতের জন্য প্রত্যাশা নিয়ে আসবে।
সবার প্রতি অনুরোধ জানিয়ে বলবো, আফগানদের জন্য প্রার্থনা ও রোজা আরও বাড়াতে। এখনই এটি করার সময়, যোগ করেন খ্রিষ্টানদের ধর্মীয় এই যাজক।