আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আপিল করবেন নিপুণ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করার আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন নিপুণ।

জায়েদের রিটে জারি করা রুল যথাযথ করে বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন ।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়াই করেছিলেন জায়েদ ও নিপুণ। প্রাথমিকভাবে জায়েদ বিজয়ী হলেও তার প্রার্থিতা পরে বাতিল বলে ঘোষণা করে আপিল বোর্ড। পরে একই পদে নিপুণ শপথ গ্রহণ করেন। আপিল বোর্ডের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হন জায়েদ।