আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আনুর মায়ের মৃত্যুতে তৈমূর ও মহানগর যুবদলের শোক

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু ও সাবেক কাউন্সিলার মনির হোসেনের মাতা সুরুজ বানু (৮৫) বুধবার (১নভেম্বর) রাত ১১ টায় ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন।মরহুমার মৃত্যুতে গভীর শোক, পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার ও নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

সুরুজবানুর মৃত্যুতে গভীর শোক, পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ,সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, মাসুদ রানা,সরকার আলম, রানা মুজিব,আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, সাগর প্রধান প্রমুখ।

উল্লেখ্য যে ২ নভেম্বর বাদ যোহর দেওভোগ সিকিম আলী মসজিদে জানাযা শেষে পাইকপাড়া সিটি কবরাস্তানে দাফন করা হয়েছে।জানায় শহরের বিভিন্ন স্তরের ব্যাক্তি সহ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা যোগ দেন।