আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ

আনন্দ

আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ

আনন্দ

 

ইমরান সোহেল, চট্টগ্রাম:
শিক্ষা সাহিত্য সাংস্কৃতির মাধ্যমে মানব সভ্যতা বিকাশে অবদান রেখেই চলেছে। বর্তমান প্রজন্মকে আধুনিক পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে আমাদের শিক্ষা ব্যবস্থা, সাহিত্য সংস্কৃতির সুস্থ চর্চার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এই প্রজন্মের সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব। শিক্ষক ও অভিভাবকগণকে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানিয়ে বক্তারা আরো বলেছেন শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়।

গত ৩০ ডিসেম্বর সকালে নগরীর চান্দগাঁও সানোয়ারা আবাসিক এলাকায় ঐতিহ্যবাহী আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পরীার ফল প্রকাশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেছেন। আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ হোসেন মুরাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ আশেকে রসুল খান বাবু।

আলোচনায় অংশগ্রহণ করেন, সিএমপি প্রাক্তন অতিরিক্ত পুলিশ কমিশনার বীর মুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশিষ্ট ইতিহাস গবেষক সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন, বিশিষ্ট প্রাবন্ধিক ও সাংবাদিক এ.কে.এম. আবু ইউসুফ, আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের অধ্য মুহাম্মদ ইউনুছ কুতুবী, চট্টগ্রাম নটরডেম স্কুল এন্ড কলেজের পরিচালক ফারজানা নাসরিন, সাংবাদিক সমীর কান্তি দাশ, শিক রহিম উদ্দিন, ওয়াহিদুল ইসলাম, ফারজানা আকতার, ইসরাত নাসরিন, তাসমিন জাহান, মুমু দত্ত, ইপরাত আরা বেগম, রুবিনা আকতার, পিংকি বড়–য়া, পারুল আকতার, রাজীব দত্ত, মৌ দত্ত প্রমূখ। আলোচনা সভা শেষে সম্মানিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।