আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আদিতমারীতে ৮ জুয়াড়ির কারাদন্ড

আদিতমারীতে

আদিতমারীতে ৮ জুয়াড়ির কারাদন্ডআদিতমারীতে

হাসান মাহমুদ,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৮ জুয়াড়ির প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান এ রায় প্রদান করেন।

কারাদন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার নামুড়ী এলাকার মৃত হামিদুলের পুত্র মানিক মিয়া(২৪) একই এলাকার মৃত জেহার উদ্দিনের পুত্র আব্দুল কাদের(৬০), মৃত জালাল উদ্দিনের পুত্র মোক্তার আলী(৫০) ও আজিজুল ইসলামের পুত্র রকেট মিয়া(২৭) এবং একই উপজেলার সরল খাঁ এলাকার মানিক মিয়ার পুত্র আনোয়ার হোসেন(২৪) একই এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র সফিয়ার রহমান, মৃত শমসের আলীর পুত্র জিয়াউর রহমান(৩২) ও মৃত আজগর আলীর পুত্র আবু সাঈদ(৩১)।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেশ্বর রায় জানান, ওই ৮ জুয়াড়ি উপজেলার ওই এলাকায় প্রকাশ্যে জুয়া খেলতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে প্রকাশ্যে জুয়া খেলার সময় হাতে নাতে তাদেরকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা তারা তাদের দোষ স্বীকার করে নেয়। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক ও আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান তাদের প্রত্যেককে ৭ দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এছাড়া কারাদন্ড প্রাপ্তদের সোমবার দুপুরে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।