নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: সোনারগাঁ থানার একটি মামলায় হাইকোর্টের জামিননামা নারায়ণগঞ্জ আদালতে জমা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি মো: শাহ আলম। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শহিদুল ইসলামের আদালতে এই জামিননামা জমা দেন তিনি। শাহ আলমের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন এড. সাখাওয়াত হোসেন খান ও এড. আবুল কালাম আজাদ বিশ^াস।
জামিননামা জমা দান শেষে এতো দিনের রাজনীতিতে আপনাকে খুব বেশি আদালত পাড়ায় দেখা যায়নি এটা কারন কি সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে শাহ আলম বলেন, আমি সুস্থ্য এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। আর আমার মনে হয় সুস্থ্য রাজনীতি করলে মানুষ তার পক্ষে থাকে। আর কোন দলই ভাঙচুরের রাজনীতির পক্ষে না। কিন্তু কিছু কিছু সময় ষড়যন্ত্রের শিকার হতে হয়। আমার বাড়ি ফতুল্লায় কিন্তু আমাকে সোনারগাঁর একটি মামলায় আসামী করা হয়েছে।
ফতুল্লাতে বিএনপির কোন কার্যালয় নেই কেন এমন প্রশ্নের জবাবে তিনি আরোও বলেন, আমি আমার পৈত্রিক সম্পত্তি কার্যালয় হিসাবেই ব্যবহার করছি।