আজ শুক্রবার, ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

আদালতপাড়ায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: বিকাল ৩ টা। হঠাৎ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে নারায়ণগঞ্জের আদালতপাড়া। সাথে গাঁজার গন্ধ। গতকাল বৃহস্পতিবার বিকেলে এমনই এক দৃশ্যর অবতারণ ঘটে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, এদিন বিকেলে নারায়ণগঞ্জ আদালত ভবনের পিছনে ৪ কোটি ১৩ লক্ষ ৩৩ হাজার ১০০ টাকার মাদক ধ্বংস করা হয়েছে। যা নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছেন। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট অশোক কুমার দত্তের উপস্থিতিতে এ মাদক বোল্ডডেজার দিয়ে গুড়িয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত এসব মাদক দ্রব্যর মধ্যে রয়েছে ফেন্সিডিল ১৫৮১ বোতল যার আনুমানিক মূল্য ১২,৬৪,৮০০ টাকা, বিয়ার ২১২৩ ক্যান যার আনুমানিক মূল্য ১০,৬১,৫০০ টাকা, চোলাই মদ ১৭৫ লিটার যার আনুমানিক মূল্য ১০,৫০০ টাকা, গাঁজা ৩৮৭.৫ কেজি যার আনুমানিক মূল্য ১৯,৩৫০০০ টাকা, হেরোইন ১৭৩৫ পুরিয়া ১৭৩ গ্রাম যার আনুমানিক মূল্য ১,৭৩,৫০০ টাকা, ইয়াবা ট্যাবলেট ১৮,৪৪,৩৯ পিছ ইয়াবা যার আনুমানিক মূল্য ৩,৬৮,৮৭,৮০০ টাকা।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ইমাম, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিন ও আহম্মেদ হূমায়ূন কবির।

স্পন্সরেড আর্টিকেলঃ