রাজধানীর দারুস সালামের ‘জঙ্গি আস্তানা’র ভেতরে থাকা জঙ্গি আবদুল্লাহ আত্মসমর্পণে রাজি হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ আত্মসমর্পণ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ।
তিনি বলেন, সোমবার রাত থেকে যে অভিযান চলমান তা এখনো অব্যাহত রয়েছে। ওই ভবনের ২৩টি ফ্ল্যাটের ৬৫ জন বাসিন্দাকে দুপুরের মধ্যে বের করে আনা সম্ভব হয়েছে। এরপর থেকেই ওই জঙ্গি আবদুল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় এবং আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। জঙ্গি আবদুল্লাহ সময় চেয়েছিল, সময় দিয়েছি।
মুফতি মাহমুদ খান বলেন, তাদের (জঙ্গি) বলা হয়েছিল, যদি আত্মসমর্পণে রাজি থাকে, তাহলে স্ত্রী-সন্তান যেন বারান্দায় আসে। সন্ধ্যার কিছু আগে তারা (স্ত্রী-সন্তান) বারান্দায় আসে এবং তাদের সঙ্গে ইশারায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কথা হয়।
তিনি আরো বলেন, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা নাগাদ আত্মসমর্পণের প্রক্রিয়া শুরু হবে। তবে তার মাথায় অন্যকোনো চিন্তা রয়েছে কি না বিষয়টি মাথায় রেখে আমাদের আভিযানিক দল প্রস্তুত রয়েছে।
এদিকে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের আশপাশের উৎসুক জনতাকে সরিয়ে দেওয়া হয়েছে।