আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আত্মগোপনে থাকা সাবেক ডেপুটি স্পিকার টুকু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা হতে আত্মগোপনে থাকাবস্থায় আওয়ামীলীগ সরকারের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টন থানায় রুজুকৃত মামলার প্রেক্ষিতে গ্রেফতার করা হয়।

বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ এক খুদে বার্তায় এই তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছে।
বার্তায় বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় এই তিনজনকে গ্রেফতার করা হয়। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান।
তিনি বলেন, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত টুকু পাবনা ১ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়নে ৪ বার এমপি নির্বাচিত হয়েছেন। তার বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ রয়েছে।