আজ বৃহস্পতিবার, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ তিন উপজেলায় হাসি কান্নার ভোট

সংবাদচর্চা রিপোর্ট:
আজ রূপগঞ্জ আড়াইহাজার সোনারগাঁ উপজেলায় ভোট। ভোট গ্রহন সকাল ৮ টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৪ টা পর্যন্ত। ভোট কে কেন্দ্র করে সব ধরণের প্রস্তুতি শেষ করছে নির্বাচন কমিশন। কেন্দ্র গুলোতে পৌছে গেছে ব্যালট পেপার। নির্বাচনে যে কোন ধরণের নাশকতা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে র‌্যাব পুলিশ আনসার সদস্যরা। এছাড়া রাস্তায় টহল দিচ্ছে বিজিবি।

রূপগঞ্জ উপজেলা রূপগঞ্জ উপজেলা মোট ভোটার রয়েছে ৩ লাখ ৪৯ হাজার ৮৮৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৪৫৫ জন। নারী ভোটার ১ লাখ ৭১ হাজার ৪৩৩ জন। মোট ভোট কেন্দ্র ১২৭ টি।

রূপগঞ্জে চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বীতা করছেন তারা হলেন আওয়ামীলী লীগের নৌকা প্রতীকে মো. শাহ জাহান ভূইয়া, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এর আম প্রতীকের এস আলম , সতন্ত্র আনারস প্রতীকে মো. তাবিবুল কাদির তমাল। এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা হবে শাহজাহান ভূইয়ার সাথে স্বতন্ত্র প্রার্থী তমালের।
ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বীতা করছেন তারা হলেন , তালা প্রতীকে মো. হাবিবুর রহমান হারেজ, চশমা প্রতীকে ভিপি মো. সোহেল, টিউবওয়েল প্রতীকে মোতাহার হোসেন নাদিম, টিয়া পাখি প্রতীকে মোহাম্মদ স্বপন ভূঁইয়া, বই প্রতীকে মো. আ: আলিম সরকার।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বীতা করছেন তারা হলেন হাঁস প্রতীকে সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ফুটবল প্রতীকে নাসরিন আক্তার চম্পা, কলস প্রতীকে শায়লা, ও সেলাই মেশিন প্রতীকে মোসা: হ্যাপি বেগম। তবে এখানে নীলার সাথে মূল প্রতিদ্বন্দ্বীতা হবে বাকী প্রার্থীদের।

আড়াইহাজার উপজেলায় ভোটার রয়েছে মোট ভোটার ২ লাখ ৮৩ হাজার ৮৬৭ জন ।পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ১২২ জন। নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৪৫ জন। মোট ১১৩টি কেন্দ্রের ৪০টি কেন্দ্র ঝুকিঁপূর্ণ ও ৭৩টি সাধারণ কেন্দ্র। ভোটকক্ষ রয়েছে ৭‘শ ১৭টি । এখানে চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নৌকা প্রতীকে লড়ছেন মুজাহিদুল ইসলাম হেলো সরকার। আনারস প্রতীকে লড়ছেন ইকবাল মোল্লা। এখানে ভাইস চেয়ারম্যান প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে।

সোনারগাঁ উপজেলা মোট ভোটার ৩ লাখ ৩ হাজার ৮৭২ জন । তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৭০২ জন। নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ১৭০ জন । ১১৮টি কেন্দ্রের ৫২টি কেন্দ্র ঝুকিঁপূর্ণ ও ৬৪টি কেন্দ্র সাধারন কেন্দ্র। ভোটকক্ষমোট ৮‘শ ৭৬টি । এখানে চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। , আওয়ামীলীগের নৌকা প্রতীকের মো. মোশারফ হোসেন ও স্বতন্ত্র ঘোড়া প্রতীকে মাহফুজুর রহমান কালাম।

ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা হলো, চশমা প্রতীকে এম জাহাঙ্গীর হোসেন ভূইয়া, টিউবওয়েল প্রতীকে বাবুল হোসেন, তালা প্রতীকে মো.আবু নাইম, উড়োজাহাজ প্রতীকে মো. মনির হোসেন, মাইক প্রতীকে মো. শাহ আলম মিয়া ও বই প্রতীকে মো. শাহজালাল মিয়া।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা হলো, হাঁস প্রতীকে মাহমুদা আক্তার, পদ্ম ফুল প্রতীকে মোসা. নাছিমা আক্তার, ফুটবল প্রতীকে মোসা: ফরিদা পারভিন ও কলস প্রতীকে হেলেনা আক্তার।

প্রত্যেক উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি।
ভাইস চেয়ারম্যান পদে প্রত্যেক হাড্ডাহাড্ডি লড়াই হবে। যার নিজস্ব ভোট ব্যাংক বেশি রয়েছে সেই বিজয়ের হাসি হাসবে। যার ভোট ব্যাংক কম সে কাঁদবে।