সংবাদচর্চা ডেস্ক : কল্যাণী সেবা সংস্থার প্রতিষ্ঠাতা, জাতীয় শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, আলোকিত সাদা মনের মানুষ, কবি ও সংগঠক অধ্যাপক ডাঃ জি,এম জাব্বার চিশতীর ৫৮তম জন্ম দিন আজ।
ডাঃ জাব্বার চিশতী ১৯৫৮ সালের ১২ ডিসেম্বর বর্তমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১২নং ওয়ার্ডে উত্তর চাষাড়ার এক সম্ভ্রান্ত চিশতীয়া পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৭১ এর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে অংশগ্রহণ সহ ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা ও ছাত্র আন্দোলনে অংশগ্রহণ সহ শিশু কিশোর বয়স থেকেই তিনি লেখাপড়া, ক্রীড়, সাহিত্যানুরাগী, সমাজকর্মী ও সংগঠন প্রিয়। ফলে তাকে একজন দক্ষ সংগঠক হিসাবে অনেকেই জানেন।
২০১১ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সেবা ও সাংগঠনিক দক্ষতার জন্য ডাঃ জাব্বার চিশতীকে “জাতীয় শ্রেষ্ঠ সংগঠক” জাতীয় যুব পদক ২০১১ প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
২০১০ সালে নোকিয়া কর্তৃক জাতীয় পর্যায়ে আলোকিত সাদা মনের মানুষ নির্বাচিত ও সম্বাধিত হন। ২০১০ সালে বাংলাদেশ হোমিও মেডিকেল ফেডারেশন কর্তৃক শ্রেষ্ঠ সংগঠক ডাঃ হ্যানিম্যান পদক প্রাপ্ত, ২০১০ সালে অনুপ্রাস কর্তৃক শ্রেষ্ঠ সংগঠক অনুপ্রাস সম্মাননা পদক, ২০০৯ সালে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক সম্মাননা পদক, ২০১২ সালে “আমরা ৭৬” এর উদ্দোগ্যে শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা পদক, ২০১৩ সালে সিভিল সার্জন এর স্বাস্থ্য বিভাগ কর্তৃক স্বাস্থ্য সেবায় জেলা শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা পদক, ২০১২ সালে অনুপ্রাস জেলা শ্রেষ্ঠ সংগঠক গুনিজন সম্বধনা স্মারক, ২০১৫ সালে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক শ্রেষ্ঠ সংগঠক গুনিজন সম্বধনা স্মারক ২০১৫ সালে ডক্টর এসোসিয়েশন কর্তৃক হোমিও সুর্বন জয়ন্তী পদক, ২০১৫ সালে ক্যাশ কর্তৃক বেষ্ট অরানাইজার এ্যাওয়াড প্রাপ্ত, ২০১৬ সালে দৈনিক যুগান্তর কর্তৃক সেরা সংগঠক গুনিজন সম্বধনা স্মারক, ১৯৯৭ সালে কবি বদরুন নেছা আলী শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা স্মারক, ২০১২ সালে নারায়ণগঞ্জ সম্মলিত এনজিও উন্নয়ন ফোরামের উদ্যোগে শ্রেষ্ঠ সংগঠন গুনিজন সম্বধনা স্মারক, ২০১২ নরসিংদী হোমিওপ্যাথি মেডিকেল কলেজ কর্তৃক শ্রেষ্ঠ সংগঠন গুনিজন সম্মাননা স্মারক, ১৯৯৯ সালে নারায়ণগঞ্জ পৌরসভা কর্তৃক পরিবেশ উন্নয়ন সম্মাননা স্মারক, ১৯৯৭ সালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কর্তৃক পোলিওমুক্ত সহায়ক শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা স্মারক সহ ২০০৪ সালে বাংলাদেশ স্কাউটস কর্তৃক মেডেল অব মেরিট এ্যাওয়াড প্রাপ্ত।
তছাড়াও তিনি ১৯৯৭ সাল থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক প্রতিটি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং মহান বিজয় দিবস গুলিতে এর কর্মসূচী বাস্তবায়নে সাংগঠনিক কার্যক্রমে, সহযোগিতা ও অংশগ্রহণের জন্য প্রতিবছর সম্মান সূচক সম্মাননা শুভেচ্ছা স্মারক প্রাপ্ত হচ্ছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের মাধ্যমে। তিনি ১৯৯২ সালে অনুপ্রাস কর্তৃক ঢাকায় একক কবিতা সন্ধ্যা, ১৯৯৬ সালে বাংলাদেশ বেতারে আজকের কবি ও ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একক কবিতা পাঠ করেন।
তিনি বর্তমানে নরসিংদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ, কল্যাণী সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সভাপতি, বাংলাদেশ ডি,এইচ,এম,এস চিকিৎসক সমিতির কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চিকিৎসক ইউনিটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু পরিষদ চিকিৎসক শাখার কেন্দ্রীয় সহ-সভাপতি, নারায়ণগঞ্জ হোমিও চিকিৎসক সমিতির সভাপতি, বাংলাদেশ হোমিও মেডিকেল ফেডারেশন এর কেন্দ্রীয় সহ-সভাপতি, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সদস্য, বাংলাদেশ রেডক্রিসেন্ট এর আজীবন সদস্য, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের জেলা সহ-সভাপতি, জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরামের কেন্দ্রীয় সদস্য, সহপাঠী সংগঠন “আমরা ৭৬” এর সহ সভাপতি, শহর সমাজসেবা প্রকল্প সমন্বয় পরিষদের সাংগঠনিক সদস্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর নগর উন্নয়ন সমন্বয় কমিটি এবং সিভিল সোসাইটি কো-অডিনেটর কমিটি, স্টক হোল্ডার কমিটি, স্যানিটেশন ট্রান্সফোর্স কমিটি, দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং স্বাস্থ্য ও ই,পি,আই সমন্বয় কমিটির সদস্য। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিশু অধিকার ফোরাম, লোকাল গভন্যান্স সার্পোট প্রজেক্ট কমিটির সদস্য, জেলা এনজিও সমন্বয় কমিটি, জেলা যুব অধিদপ্তর, মহিলা অধিদপ্তর এর কো-অডিনেটর কমিটি ও সিভিল সার্জন এর স্বাস্থ্য ও ই,পি,আই সমন্বয় কমিটির সদস্য সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ উদযাপন ও বাস্তবায়ন কমিটির সদস্য সহ তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে ৪০টির ও বেশী সরকারী এবং বেসরকারী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে বিভিন্ন সেবা ও সমাজ উন্নয়ন এ সাংগঠনিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। ডাঃ জি,এম জাব্বার চিশতী ১৯৯৬ সালে পারিবারিক ভাবে বিবাহের পর বর্তমানে তিনি স্ত্রী সহ তিন কন্যা নিয়ে তার জন্মস্থান ১৪৮ উত্তর চাষাড়ায় বসবাস করছেন। পঞ্চমুখী প্রতিভার অধিকারী ডাঃ জাব্বার চিশতী যুগপ্যভাবে একজন শিক্ষক, চিকিৎসক, কবি ও সমাজসেবক এবং একজন সফল সংগঠক। আমরা তার জন্ম দিনে শুভেচ্ছ সহ তার সু-স্বাস্থ্য ও দীর্যায়ু কামনা করছি।