নবকুমার: আজ ৬ মার্চ বুধবার জাতীয় পাট দিবস। ‘সোনালী আঁশ সোনার দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগান কে সামনে রেখে সারা দেশে তৃতীয় বারের মত জাতীয় পাট দিবস পালিত হচ্ছে।
দিবস টি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক পৃথক বাণী দিয়েছে। এবারের পাট দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সকাল ১০টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পাট দিবস ২০১৯ এর উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিবসটি কেন্দ্র করে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো সাজানো হয়েছে পাট, পাটখড়ি, পাটের পণ্য, রঙ-বেরঙয়ের ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড দিয়ে। করা হয়েছে আলোকসজ্জা। কয়েকদিন ধরে নগরবাসীর নজর কাড়ছে এ সড়ক দ্বীপগুলো।
উল্লেখ্য পাটের হারানো গৌরব ফেরাতে পাট চাষী এবং ব্যবসায়ীদের কে উ’সাহিত করতে আওয়ামী লীগ সরকার ৬ মার্চ কে জাতীয় পাট দিবস ঘোষণা করেছে।
এছাড়া রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিন ব্যাপী পাট জাত পণ্যের মেলার আয়োজন করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। মেলা শেষ হবে ৭ মার্চ বিকালে।

