আজ বুধবার, ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজকের রাশিফল

আজকের রাশিফল

 

আজকের রাশিফল সংবাদচর্চা রিপোর্ট :

আজ ২৩ মে ,রোজ বুধবার, ২০১৮, বাংলা ৯ জৈষ্ঠ্য ১৪২৫ । জেনে নেওয়া যাক আজকের রশিফল

মেষ : ২১ মার্চ – ২০ এপ্রিল

চাকরি ক্ষেত্রে বদলির সম্ভাবনা। বৃদ্ধি ও বিবেচনায় কাজে সফল হবেন। ব্যবসায় সমস্যা মেটার ফলে মানসিক চিন্তা কিছুটা কমবে। ভ্রমণ শুভ নয়।

বৃষ : ২১ এপ্রিল – ২০ মে

ব্যবসা ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। কাজকর্মের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে আর্থিক চিন্তাও বাড়বে। কোনো সন্তানের কৃতিত্বে গর্বিত হবেন। বিপদ হতে পারে।

মিথুন : ২১ মে – ২০ জুন

কন্যা বা ভগ্নির বিয়ের যোগাযোগ আসতে পারে। চাকরি ক্ষেত্রে সুনাম পাবেন। গৃহে মঙ্গলানুষ্ঠান হতে পারে। স্বাস্থ্যভাব মধ্যম। চলাচলের ক্ষেত্রে সাবধান।

কর্কট : ২১ জুন – ২০ জুলাই

হোটেল বা খাদ্যদ্রব্য ব্যবসায় আংশিক লাভ হবে। স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। অনেক কাজ অসমাপ্ত থাকলেও আর্থিক অসুবিধা হবে না। মনের কোনো কথা কারও কাছে প্রকাশ করবেন না।

সিংহ: ২১ জুলাই – ২১ আগস্ট

ব্যবসায়ীদের কিছু অর্থ অনাদায়ী থেকে যেতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। মিতব্যয়ী হতে পারলে অসুবিধা হবে না। মাতার সহানুভূতি লাভ করবেন।

কন্যা: ২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর

ব্যবসায় সাময়িক মন্দাভাব দেখা দেবে। ব্যবসা শুভ হলেও অর্থ পেতে বিলম্ব হবে। অসৎসঙ্গ ত্যাগ না করলে ক্ষতির আশঙ্কা। রোগে কষ্ট পেতে পারেন।

তুলা : ২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর

ব্যয়বাহুল্যের ফলে দাম্পত্য কলহ দেখা দিতে পারে। সময়টা আপনার অনুকূল নয়। কারও কোনো কাজের দায়িত্ব নেবেন না বদনাম হতে পারে।

বৃশ্চিক : ২৩ অক্টোবর – ২১ নভেম্বর

ধীরস্থিরভাবে কাজকর্ম করবেন। বাবার স্বাস্থ্যের জন্য চিন্তা ও অর্থব্যয় হবে। বুদ্ধি ও বিবেচনার দ্বারা অগ্রসর হবেন। বিশিষ্ট ব্যক্তির সহায়তা লাভ করবেন।

ধনু : ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর

কাজকর্মের চাপ বাড়ার ফলে পরিশ্রম বাড়বে। কোনো শুভ সংবাদ পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আসবে। কোনো আত্মীয়ের সমস্যায় ব্যস্ত হতে পারেন।

মকর : ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি

নিজেকে সংযত করলে অর্থচিন্তা থাকবে না। সময়টা আপনার শুভ নয়। বাবার স্বাস্থ্যের জন্য চিন্তা ও অর্থব্যয়। কোনো ভ্রাতার ব্যবহরে দুঃখ পেতে পারেন।

কুম্ভ : ২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি

কাজকর্মে পরিশ্রম বাড়বে। সম্পত্তির ব্যাপারে বাবার সাহায্য পাবেন। কোনো রাজনৈতিক গণ্ডগোলে জড়িয়ে পড়তে পারেন। শত্রুপক্ষ প্রবল হয়ে উঠবে।

মীন : ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ

চাকরি ক্ষেত্রে সুনাম পাবেন। দৈনন্দিন কাজকর্মেও কিছু শুভ ফলের আশা করতে পারেন। বিপরীত লিঙ্গের সহযোগিতা পাবেন। কোনো নারীর সাহায্য পাবেন।