আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজও ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কে যানজট

মহাসড়কে যানজট

মহাসড়কে যানজট

 

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোড থেকে কাঁচপুর হয়ে কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় আজও যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি ঢাকা-সিলেট মহাসড়কে কাঁচপুর থেকে ভুলতা পর্যন্ত সড়কেও যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এই দুই মহাসড়কে যানজট সৃষ্টি হয়ে যাত্রী ও পথচারিদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এদিকে মহাসড়কে যানজটের কারণে যাত্রীদের পাশাপাশি যাত্রীবাহি ও পণ্যবাহী যানবাহন আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। বুধবার গভীর রাতে রূপগঞ্জের তারাবো এলাকায় সুলতান সেতু সহ কয়েকটি পয়েন্টে গাড়ি বিকল হয়ে এই যানজটের সূত্রপাত ঘটে বলে ট্রাফিক পুলিশ জানিয়েছে।
ঢাকা-চট্টগ্রাম সড়কে সকাল ৯ থেকে বেলা ১১ টা পর্যন্ত যানবাহন চলাচল একেবারেই বন্ধ ছিল। এরপর থেকে যানবাহনগুলোকে থেমে থেমে চলতে দেখা যায়। বিভিন্ন জেলা থেকে পণ্য নিয়ে ঢাকায় বিক্রি করা ব্যবসায়ী নির্ধারিত সময়ে পৌঁছতে না পেরে লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। আর পরিবহন চালকদের অভিযোগ, যানজটের কারণে গন্তব্যে পৌঁছতে প্রায় তিনগুন সময় লেগে যাওয়ায় বিশ্রাম না করেই গাড়ি চালাচ্ছেন।
তবে ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, বিকল হয়ে যাওয়া যানবাহনগুলো ইতিমধ্যেই রেকার দিয়ে সরিয়ে ফেলা হয়েছে। বেলা এগারোটার পর থেকে মহাসড়কগুলোতে যানজট নেই।