আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আগের চেয়ে বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ ইরান

আনবিক জ্বালানি প্রশ্নে ইরান আর কোনো বাধা মানবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এছাড়া পরমাণু সমঝোতা সই করার আগে তেহরান যে পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করতো এখন তার চেয়ে বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে জানান তিনি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ৫৯তম বার্ষিক বৈঠকে বক্তৃতা দেয়ার সময় প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন।
এ সময় হাসান রুহানি বলেন, আমরা পরমাণু সমঝোতা সই করার আগের চেয়েও এখন বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করছি এবং আমরা অলস বসে ছিলাম না। চুক্তির অপরপক্ষগুলো যদি তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে তাহলে আমরাও একই রকমের ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশকে এ পরমাণু সমঝোতা হতে বের করে নিয়েছেন তখন ইরান ধৈর্য ধরে অপেক্ষা করেছে, ট্রাম্পের মতো ভুল করেনি। এর পরিবর্তে বরং ইরান পরমাণু সমঝোতার প্রতি অনুগত দেশগুলোকে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। ইরানের এ অবস্থান সঠিক ছিল এবং ইরানের ভূমিকার কারণে আমেরিকার মিত্র দেশগুলো এবং ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের নীতির সমালোচনা করেছে।

রুহানি বলেন, পরমাণু সমঝোতার মাধ্যমে তেহরান প্রমাণ করেছে, বিশ্বের সঙ্গে যোগাযোগের প্রয়োজন ছিল।