সিদ্ধিরগঞ্জে ইব্রাহিম টেক্সটাইল মিলের ডাইং কারখানায় আগুন
সংবাদচর্চা ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইব্রাহিম টেক্সটাইল মিলের ডাইং কারখানায় অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। আগুনে ওই প্রতিষ্ঠানের ভেতরে ভাড়া দেয়া ৬ ডাইং কারখানার ৪ লাখ গজ গ্রে কাপড় ও ক্যামিকেলসহ মেশিনারিজ পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল দুই নং ঢাকেশ্বরী এলাকায় অবস্থিত ইব্রাহিম টেক্সটাইল মিলের ভেতরে তিন তলা ভবনের তিন চারটি রুম নিয়ে ছোট ছোট ১০টি ডাইং কারখানা ভাড়া দেয়া হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ডাইংয়ের বয়লার সেকশনে আগুনের সূত্রপাত ঘটে। মুুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ইব্রাহিম টেক্সটাইলের ভেতর ভাড়া দেয়া ছোট ছোট ৬টি ডাইং কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড, হাজীগঞ্জ ও মন্ডলপাড়ায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৬টি ডাইং কারখানার সততা, জসিম, ভরসা, মনির, রিয়াদ ও মজিদ ডাইং কারখানার ভেতরে রাখা বিপুল পরিমাণ বিভিন্ন ক্যামিকেল, ৪ লাখ গজ গ্রে কাপড় ও মেশিনারিজ। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের ডাইং কারখানাগুলোর গ্রে কাপড়, কেমিক্যালসহ ৪টি ডাইং কারখানার ২ কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, ডাইং সেকশন থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ৫টি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।