আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আগুন নিভানোর প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক:

সিদ্ধিরগঞ্জে ভূমি পল্লীতে ফায়ার সার্ভিসে ও সিভিল ডিফেন্স অগ্নিনির্বাপন , জরুরী উদ্ধার বর্হিগমন ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত (১৮ সেপ্টেম্বর) শনিবার সকাল ১০ টায় ভূমিপল্লী মেইন গেটের ভিতরে উত্তর পাশে আবাসিক এলাকার বসবাসরত নারী ও পুরুষের সামনে প্রশিক্ষন কর্মশালা করা হয় ।

ফায়ার সার্ভিস প্রশিক্ষন কর্মশালা আয়োজন করেন ভূমি মন্ত্রণালয় কর্মকর্তা ও কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটি।

প্রশিক্ষন কর্মশালা পরিচালনায় করেন আদমজী ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অফিসার বৃন্দ।এসময় আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দুইটি ইউনিট সার্বক্ষনিক বিভিন্ন প্রশক্ষিন কর্মশালায় প্রশিক্ষন দেন। এসময় আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র ইষ্টেশন আফিসার নুরুল আমি মোল্লা , ভূমি মন্ত্রণালয় কর্মকর্তা ও কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল ইসলাম তালুকদার ,সম্পাদক মশিউর রহমান ,নুরুননবীসহ আবসিক এলাকার জনগন উপস্থিত ছিলেন। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অফিসার অগ্নি নির্বাপন ,জরুরী উদ্ধার বর্হিগমন,গ্যাস সিলিন্ডার নির্বাপন,পানি দিয়ে আগুন নির্বাপন, প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন ইত্যাদি সর্ম্পকে উৎসক জনতার সামনে প্রশিক্ষন কর্মশালা করেন।