পিরোজপুর প্রতিনিধি ॥
অবসর প্রাপ্ত সরকারী কর্মচারীকল্যাণ সমিতি ,পিরোজপুর জেলা শাখার (২০১৮-২০১৯) কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১২মার্চ অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষনা করেছেন নিযুক্ত নির্বাচন কমিশনার মোঃ আঃ করিম সরদার। সহযোগি নির্বাচন কমিশনার খান দেলোয়ার হোসেন জানান, ঘোষিত তফসিল অনুযায়ী গত ৩১জানুয়ারী ২টি প্যানেল সীট ও ১ ফেব্রুয়ারী ১টি প্যানেল সীট বিক্রি হয়েছে।গত ৩১ জানুয়ারী মোঃ বেলায়েত হোসেন খান ও আলাউদ্দিন খান এবং ১ ফেব্রুয়ারী মোঃ আঃ হাকিম হাওলাদার প্রত্যেকে ১টি করে প্যানেলসীট গ্রহন করেনছেন।
তবে ঘোষিত তফসীল অনুযায়ী প্যানেল সীট এ উল্লেখ আছে যে প্যানেল সীট সম্পুর্নরুপে পূরণ করতে হবে অন্য থায় বাতিল বলে গন্য হবে। চুড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ২৯৬ জন ভোটার এ বারের নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।