আগামী রবিবার “কাপ্তাই লেকে মৎস্য সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা কৌশল” শীর্ষক কর্মশালা
চট্টগ্রাম ব্যূরো অফিস:
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে আগামী ১৮ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার “কাপ্তাই লেকে মৎস্যসম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা কৌশল” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সকাল ১১ টায় অনুষ্ঠিতব্য উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: রইছউল আলম মন্ডল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ উক্ত কর্মশালায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কর্মশালায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।