সংবাদচর্চা ডটকম:
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বাধীনতা বিরোধীরা নতুন ষড়যন্ত্রে মেতে উঠছে বলে জানিয়েছেন নারায়নগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ।
শনিবার রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অাওয়ামীলীগের আগামী নির্বাচন পরিচালনা কমিটি গঠনের অংশ হিসেবে মুড়াপাড়া এবং রূপগঞ্জ ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটি গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে গোলাম দস্তগীর গাজী বলেন,দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে হলে সকল প্রকার মান অভিমান ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন,নৌকা স্বাধীনতার প্রতীক ।নৌকার সাথে কেউ বেইমানী করতে পারবে না।প্রত্যেকটা ভোটারের কাছে গিয়ে ভোট চাইতে হবে।কার কি সমস্যা তা চিহ্নিত করতে হবে।